টি-টোয়েন্টি

বিশ্বকাপে ওয়াটসনের চোখে যে ৫ জন সেরা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১৯:৩০

সাহস ডেস্ক

দেড় মাস পরেই মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে শুরু হয়ে গেছে উন্মাদনা। ব্যাট-বল হাতে ২২ গজে কারা দাপাবেন তা নিয়ে ভবিষ্যৎবাণী শুরু করেছেন সাবেকরা। আইসিসি রিভিউতে সাবেক অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন বেছে নিয়েছেন আসন্ন বিশ্বকাপে তার চোখে সেরা পাঁচ ক্রিকেটারকে। ওয়াটসনের তালিকায় ঠাঁই হয়েছে পাকিস্তানের বাবর আজম, ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের জস বাটলার ও পাকিস্তানের শাহিন আফ্রিদির।

ওয়াটসনের প্রথম পছন্দ পাকিস্তানের বাবর আজম, ‘শুরুতেই আমি বেছে নেব বাবর আজমকে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার ও। সে জানে কীভাবে প্রভাব বিস্তার করে খেলতে হয়।’ ওয়াটসন আরও বলেন, ‘তাকে বেছে নেয়ার আরেকটি কারণ হলো সে অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে ব্যাট করতে পারে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে অবশ্যই ভালো করবে।’

ওয়াটসনের দ্বিতীয় পছন্দ ভারতের টপ অর্ডার ব্যাটার সুরিয়াকুমার ইয়াদভ, ‘দুই নম্বর হচ্ছে সুরিয়াকুমার। সে অবিশ্বাস্য ভালো ব্যাট করে। সে-ই আমার দুই নম্বর পছন্দ।’ পছন্দের তালিকার তিনে ওয়াটসন রেখেছেন স্বদেশি ডেভিড ওয়ার্নারকে, ‘তিন নম্বরে ডেভিড ওয়ার্নার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সে টুর্নামেন্টে সেরা হয়েছে। অস্ট্রেলিয়াকে জিতিয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপের জন্য নিঃসন্দেহে সে প্রস্তুত।’

চতুর্থ পছন্দ হিসেবে ওয়াটসন রেখেছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জস বাটলারকে, ‘চার নম্বরে আমি জস বাটলারকে রাখব। আইপিএলের একটা লম্বা সময় পর্যন্ত তাকে কেউ আউটই করতে পারছিল না। সেই সঙ্গে রয়েছে তার চারটা সেঞ্চুরি।’ ওয়াটসন আরও বলেন, ‘ও (বাটলার) যখন ছন্দে থাকে, তখন চূড়ায় উঠে যায়। তাকে আউট করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সে যেকোনো বোলারকেও যেকোনো দিকে মারতে পারে। এটা এখনই ধরে নেয়া যায় জস প্রভাব বিস্তার করবে।’

পঞ্চম পছন্দ হিসেবে ওয়াটসন রেখেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে। একমাত্র বোলার হিসেবে ওয়াটসনের তালিকায় জায়গা করে নিয়েছেন পাক এ পেসার। ওয়াটসন বলেন, ‘ওর উইকেট নেয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। আমরা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সামর্থ্য দেখেছি। নতুন বলে কীভাবে সে সেরা ব্যাটারদের কাবু করে ফেলে। তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে প্রভাব বিস্তার না করলে আমি খুব অবাক হব। কারণ উইকেটে গতি ও বাউন্স থাকবে; সুইং হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত