চ্যাম্পিয়নস লিগ: পিছিয়ে বায়ার্ন পারবে কি সেমিতে যেতে?

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ১৫:২৯

সাহস ডেস্ক

আজ হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচ। মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচগুলো।

শেষ আটে দ্বিতীয় লেগে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দুটিতে মুখোমুখি হবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ বনাম স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়, সরাসরি দেখাবে সনি টেন ১।

বাকি ম্যাচটিতে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বনাম ইংলিশ ক্লাব চেলসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়, সরাসরি দেখাবে সনি টেন ২।

এর আগে শেষ আটের প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে আছে বায়ার্ন। রবার্ট লেভান্ডভস্কি-টমাস মুলারদের মতো তারকাদের দলটি পিছিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এতে খুব একটা বিপদ হবে না জার্মান ক্লাবটির জন্য। ভিয়ারিয়ালকে হারিয়ে সেমিতে যেতে পারে দলটি। তবে ভিয়ারিয়াল যদি তাদেরকে কোনোভাবে আটকে দিতে পারে তাহলে চ্যাম্পিয়নস লিগের চলতি আসর থেকে ছিটকে যাবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন।

অন্য ম্যাচে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এতে সেমিতে যেতে চেলসির জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত