১৯৪ রান করেছে বাংলাদেশ

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ১৭:৫৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে ১৯৪ রান করতে পেরেছে বাংলাদেশ। রবিবার (২০ মার্চ) জোহানেসবার্গে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এদিন শুরু থেকেই যাওয়া আসার মধ্যেই ছিল তামিম-লিটনরা। মেডেল অডারে গিয়ে ম্যাচের হাল ধরেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ৮৬ রানের একটি জুটি গড়ে বাংলাদেশকে মোটামুটি একটা স্কোর এনে দেন তারা। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৬ রানের জুটিটি অনাকাঙ্ক্ষিত আরেকটি রেকর্ড এনে দিয়েছে। এরপর ৩ বলের ব্যবধানে আফিফ-মিরাজকে হারালে আবারও বিপদে পরে বাংলাদেশ। শেষ ৫ ওভারে মাত্র ১৪ রান পেয়েছে তামিমের দল।

৪৬তম ওভারে রাবাদার তৃতীয় বলে তুলে মারতে গিয়ে আকাশে উড়িয়ে দিলেন। ৩০ গজের মধ্যে বাভুমার হাতে ধরা পরেন তিনি। ফেরার আগে ১০৭ বলে ৯ চারে ৭২ রান করেন আফিফ হোসেন। রাবারদার এই ওভারের শেষ বলেই ফেরেন মিরাজ। ফেরার আগে ৪৯ বলে ১ চার ২ ছক্কায় ৩৮ রান করেন তিনি। আফিফ-মিরাজ আউট হলেন তখন বাংলাদেশের ৪৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান।

এদিকে ওই ওভারে আফিফ-মিরাজের উইকেট নিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলো রাবাদা।

এরপর ৪৯তম ওভারটি করতে আসেন রাসি ফন ডার ডুসেন। বোলার সংকটের কারণে তাকে আনা হয়। পারনেল চোট পাওয়ায় বল করছিলেন বাভুমা। পরে বাভুমাও চোট পাওয়ায় ডুসেনকে ৪৯তম ওভারটি করতে দেওয়া হয়। বলে এসেই দ্বিতীয় বলে উইকেট নেন ডুসেন। তার দ্বিতীয় বলটিতে ছক্কা মারতে গিয়ে লং অন সীমানায় ধরা পড়েন শরিফুল। ৮ বলে ২ রান করে ফেরেন তিনি। বাংলাদেশ তখন ১৮৮/৯।

এরপর শেষ ওভারে বাংলাদেশ পেলো ৪ রান। ৯ উইকেট হারিয়ে মোট ১৯৪ রান করতে পেরেছে বাংলাদেশ। প্রথম ৩৪ রানে ৫ উইকেট হারানোর পর এই রানকেই অনেক বলে মনে হতে পারে। মাহমুদউল্লাহর সঙ্গে ৬০ ও মিরাজের সঙ্গে ৮৬ রানের জুটিতে বাংলাদেশকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন আফিফ।

এর আগে প্রথম ওভারেই তামিমকে দুবার অস্বস্তিতে ফেলেছেন এনগিডি। পরের ওভারের দ্বিতীয় বলেই আঘাত। তৃতীয় ওভারে এনগিডির দ্বিতীয় বলটির বাড়তি বাউন্সই লেগ সাইডে খেলতে গিয়ে গ্লাভসের ছোঁয়া নিয়ে আকাশে উঠে যায়। পয়েন্টের ফিল্ডারের হাতে ধরা পরেন ১ রান করা অধিনায়ক তামিম ইকবাল।

এরপর রাবাদার বাড়তি বাউন্স অস্বস্তিতে ফেলেছিল সাকিবকে। রাবাদার বলের বাড়তি বাউন্স, লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের কোণায় লেগে বল আকাশে উঠে যায়। শূন্য রানে বিদায় সাকিব। এরপর ৮ ওভারের প্রথম বলে বিদায় নিলেন লিটন দাস। রাবাদার শর্ট বল প্রথমে খেলার চেষ্টা করেছেন লিটন। জায়গা একদম কমে যাওয়ায় পরে বল ছেড়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। কিন্তু ব্যাটে আলতো স্পর্শ করে ডি ককের গ্লাভস গিয়ে জমে বল। এতে ২১ বলে ১৫ রান করে ফেরেন লিটন। এরপর ২ রানে ফেরেন ইয়াসির আলী। ১২তম ওভারে রাবাদার শেষ বলটির দুর্দান্ত এক বাউন্স ইয়াসিরের গ্লাভসে লেগে ক্যাচ উঠে মহারাজার হাতে। এর পরের ওভারে ফেরেন মুশফিক। ওয়েইন পারনেলের বল লেগ স্টাম্পে পিচ করে সোজা মুশফিকের প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশি। ফেরার আগে ১১ রান করে এই উইকেটররক্ষ-ব্যাটার। বাংলাদেশের তখন ৫ উইকেট হারিয়ে ৩৪ রান। সেখান থেকে হাল ধরেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

অবশেষে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা ৫টি, এনগিডি, পার্নেল, শামসি ও ভেন ডার ডুসেন ১টি করে উইকেট নেন।

বাংলাদেশর দেওয়া ১৯৫ রানের লক্ষে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত