টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম দেখায় ইংলিশদের ১২৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৪৭

সাহস ডেস্ক

 

শুধু বিশ্বকাপ নয়, ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতেই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টোয়েন্টি ফর্মেটে ইংল্যান্ড বাংলাদেশের ১৯তম প্রতিপক্ষ। চলতি বিশ্বকাপেই বাংলাদেশের ১৮তম দল হচ্ছে পাপুয়া নিউগিনি। আজ ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে আগে ব্যাট করে  রানের লক্ষ্য দেয় টাইগাররা।

আজ বুধবার (২৭ অক্টোবর) আবুধাবি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইংলিশদের মুখোমুখি হয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দলের হয়ে ওপেনিংয়ে নামের লিটন দাস ও মোহাম্মদ নাঈম। 

প্রথম ওভারেই ২ চার মারেন লিটন। প্রথম ওভারে মঈন আলীকে বলে এনেছেন অধিনায়ক ইয়ন মরগান। পথম বলে ক্রিজ ছেড়ে বেড়িয়ে লং-অন দিয়ে প্রথম চারটি মারেন লিটন। পরের বলে আবারও ক্রিজ ছেড়ে এক্সট্রা কাভার দিয়ে দ্বিতীয় চার মারেন এই ডানহাতি ওপেনার। প্রথম ওভারে বাংলাদেশের বিনা উইকেটে ১০ রান।

এরপর ম্যাচের তৃতীয় ওভারে পরপর ২ বলে নেই লিটন-নাঈম। মঈনের প্রথম ওভারে ২টি চার মেরেও ছন্দে ফিরতে পারেননি লিটন। মঈনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে জায়গা বানিয়ে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ফেরার আগে ৮ বলে ২ চারে ৯ রান করেন লিটন দাস। লিটনের পরে নামেন সাকিব।

এর পরের বলেই নাঈমের উইকেট। তৃতীয় বলে উড়িয়ে মারতে দিয়ে মিড-অনে ক্রিস ওকসের হাতে ধরা পড়েছেন নাঈম। ফেরার আগে ৭ বলে ৫ রান করেন মোহাম্মদ নাঈম। মঈনের হাতে এসে যায় হ্যাটট্রিকের সুযোগ। নামেন মুশফিক। তবে মঈনের হ্যাটট্রিক বলটা ডিফেন্ড করেন মুশফিক। তখন বাংলাদেশের ১৫ রান। ৩ ওভারে ২ উইকেট হারিয়ে।

এরপর ফিরে যান সাকিব। শুরু থেকে গুডলেংথ, শর্ট অব আ গুডলেংথে বল করে যাচ্ছেন ক্রিস ওকস। পাওয়ার প্লের শেষ ওভারের দ্বিতীয় বলে ক্রিস ওকসের এমন ডেলিভারি ঘুরিয়ে খেলতে গিয়ে ওপরে তোলেন সাকিব, বৃত্তের ওপর থেকে পেছন দিকে ছুটে শেষ মুহুর্তে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন আদিল রশিদ। ৭ বলে ৪ রান করে ফেরেন সেরা এই অলরাউন্ডার। তখন বাংলাদেশের ৩ উইকেটে ২৬ রান। পাওয়ার প্লে শেষে ২৭ রান তুলেছে বাংলাদেশ।

সাকিবের পর নামেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ককে নিয়ে ৩৭ রানের একটি জুটি গড়েন মুশফিক। এরপর ১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনের চতুর্থ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিকুর রহিম। ফেরার আগে ৩০ বলে ৩ চারে ২৯ রান করেন।

এরপর ভুল বোঝাবুঝিতে ফিরলেন আফিফ। মিসফিল্ডে রান চুরি করতে নেই- ক্রিকেটের প্রবাদটা সামনে এল আবার। লিভিংস্টোনের বলটা ফাইন লেগে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ঠিকঠাক সিঙ্গেল পূর্ণ করেছিলেন। তবে টাইমাল মিলসের মিসফিল্ডে ডাবলস নেওয়ার জন্য আফিফকে ডেকেছিলেন মাহমুদউল্লাহ। আফিফ বেরিয়ে এসেছিলেন অনেকটাই। মাহমুদউল্লাহ এরপর ফিরিয়ে দিয়েছেন তাকে, তবে ক্রিজে ফিরতে পারেননি আফিফ। ৬ বলে ৫ রান করে রান-আউট হয়ে ফেরেন আফিফ।

এরপর মাহমুদউল্লাহকে শিকার করলেন লিভিংস্টোন। ‘পার্ট-টাইমার’ লিভিংস্টোনের বলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন টাইগার অধিনায়ক। ফেরার আগে ২৪ বলে ১ চারে ১৯ রান করেন। পাওয়ার প্লের পর ইনিংসের মাঝের ওভারগুলোতেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারল না বাংলাদেশ। ৫ ওভার বাকি থাকতে বাংলাদেশের স্কোর ৮৩ রান।

এরপর মেহেদীর দুই চার। টাইমাল মিলসকে থার্ডম্যান দিয়ে চার মারেন মেহেদী। পরের ওভারে আবারও চার। আদিল রশিদকে কাভারের ওপর দিয়ে মারেন মেহেদী। ১৭ ওভার শেষে বাংলাদেশের বোর্ডে ৯৮ রান। এরপরই মেহেদীর বিদায়। দুই চার মারার পর টাইমাল মিলসের ধীরগতির বলে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে থাকা ক্রিস ওকসকসের হাতে ক্যাচ দেন তিনি। ফেরার আগে ১০ বলে ২ চারে ১১ রান করেন মেহেদী হাসান।

এর পরের ওভারে নাসুম আহমেদের ছয়, ছয়, চার। আদিল রশিদের ওপর চড়াও হলেন নাসুম। প্রথমে স্কয়ার লেগের ওপর দিয়ে মেরেছেন ইনিংসের প্রথম ছয়। ২ বল পর মেরেছেন আরেকটি। শেষ বলে থার্ডম্যান দিয়ে মেরেছেন চার। ১৯তম এই ওভারে উঠেছে ১৭ রান। যা ইনিংসে এক ওভারে সর্বোচ্চ স্কোর।

এরপর শেষ ওভারের পঞ্চম বলে রিভিউ করে নুরুল হাসানের উইকেট নিয়েছে ইংল্যান্ড। টাইমাল মিলসের দ্রুতগতির শর্ট বলে কট-বিহাইন্ড হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান। শেষ বলে ইয়র্কারে বোল্ড হয়েছেন মোস্তাফিজুর রহমান। টাইমাল মিলসের করা শেষ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ৫ রান। এদিকে অপরাজিত থেকে গেছেন নাসুম আহমেদ। ৯ বলে ১ চার ২ ছক্কায় ১৯ রান করেন তিনি।

ইংলিশদের হয়ে টাইমাল মিলস ৩টি, মঈন আলী ও লিভিংস্টন ২টি করে এবং ক্রিস ওকস ১টি উইকেট নেন।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামবে ইংলিশরা।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত