৩ বছর ধরে অপরাজিত ইতালি: ভাঙলো ব্রাজিল-স্পেন রেকর্ড

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৪০

সাহস ডেস্ক

প্রায় ৩ বছর ধরে অপরাজিত আছে ইতালি। মঞ্চ বড় হোক কি ছোট, হার থেকে যেন মুখ ফিরিয়ে রেখেছে মানচিনির শিষ্যরা। অপরাজিত থেকেই চ্যম্পিয়ন হয়েছে ইউরো-২০২০ এর। ব্রাজিল-স্পেনের টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার যৌথ রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো ইতালি। 

গতকাল বিশ্বকাপ বাছাইপর্বে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ইতালি। ম্যাচটির গুরুত্ব ছিলো অনেক বেশি। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ইতোমধ্যেই ব্রাজিল-স্পেনের রেকর্ডে নিজের ভাগ বসিয়ে রেখে ছিলো দোন্নারুম্মারা। সুইজারল্যান্ডের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়লো ইতালি। ম্যাচে সুইজারল্যান্ডের সাথে 0-0 গোলে ড্র করে তারা।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর সর্বশেষ হেরেছিলো ইতালি। পর্তুগালের এন্ড্রি সিলভার গোলে ম্যাচটি ১-০ তে হারে দোন্নারুম্মারা। তারপর আর কেউ হারাতে পারেনি মানচিনির দলকে। এদিকে আলজেরিও টানা ২৯ ম্যাচ ধরে অপরাজিত আছে। সম্প্রতি অপরাজিত থেকেই তারা জিতেছে আফ্রিকান নেশন্স কাপ। তবে অদম্য ইতালিকে ছুঁতে পারবে কি পারবে না তা সময় বলে দিবে।  

সাহস২৪.কম/জেএস/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত