ঢাকা টেস্টে দুই দলের সম্ভাব্য একাদশ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৮

সাহস ডেস্ক

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এরপর দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে জিততে জিততে হেরেছে টাইগররা। এবার টেস্ট সিরিজ বাঁচাতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আগামীকাল বৃহস্পতিবার মিরপুরের মাঠে নামছে স্বাগতিকরা। আর এই টেস্টের জন্য সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছে দুই দলই।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দলের মহাতারকা ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর ম্যাচ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশের জন্য আরেকটি ধাক্কা হলো- ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকানো সাদমান বেশ ভালো ফর্মেই ছিলেন।

ঢাকা টেস্টকে সামনে রেখে তাই সাকিবের বদলি হিসেবে দলে নেয়া হয়েছে সৌম্য সরকারকে। তবে সাদমানের বদলি হিসেবে এখনও কারও নাম ঘোষণা করেনি বিসিবি। তবে উদ্বোধনী ব্যাটসম্যন হিসেবে বাংলাদেশ দলে দ্বিতীয় টেস্টে ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধতে পারেন সাইফ হাসান, দেখা যেতে পারে সৌম্যকেও।

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে তিন উইকেটে পরাজিত হওয়া বাংলাদেশ দলে কিছু পরিবর্তন হবে এবং ব্যাটিং পজিশনেও আসবে কিছুটা পরিবর্তন। ম্যাচের দিন সকালেই নির্ধারিত হবে পেসার-স্পিনারদের কম্বিনেশন। ফিরতে পারেন পেসার আবু জায়েদ রাহীও।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত, মোমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকীপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী।

উইন্ডিজ সম্ভাব্য একাদশ:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শায়নে মোসেলে, এনক্রুমাহ বনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটকীপার), রাহকিম কর্নওয়াল, কেমার রোচ, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত