ম্যানইউকে বিদ্ধস্ত করে শোধ নিল মরিনহো

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২০, ১৬:৩৩

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সান হিয়ুং ও হ্যারি কেনের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে গোল উৎসব করেছে টটেনহাম হটস্পার।

রবিবার (৪ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে ওলে গানার সুলশারের শিষ্যদের ৬-১ গোলে বিদ্ধস্ত করেছে হোসে মরিনহোর শিষ্যরা।

দুই বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চাকরিচ্যুত হয়েছিলেন হোসে মরিনহো। পর্তুগিজ কোচ সেই অপমান ভুলেননি এখনো। গত বছর টটেনহামের দায়িত্ব নিয়ে এবার পুরনো ঠিকানা ওল্ড টাফোর্ডে ফিরেই ইউনাইটেডকে বিধ্বস্ত করে শোধ নিলেন মরিনহো।

এদিকে মরিনহো বরখাস্ত হওয়ার পর ২০১৮ সালে রেড ডেভিলদের দায়িত্ব নেন ওলে গানার সুলশার। নরওয়েজিয়ান কোচের এটাই সবচেয়ে বড় পরাজয় নয়, বরং ২০১৩ সালে ইউনাইটেডের নির্বাহী ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব নেওয়া এড ওডওয়ার্ডেরও সময়কালেও বড় হারের লজ্জা। আর ইউনাইটেড শেষবার এমন লজ্জায় ডুবেছিল ২০১১ সালে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ৬-১ ব্যবধানে হেরেছিল তারা। অন্যদিকে নিজেদের ইতিহাসে ওল্ড টাফোর্ডে সবচেয়ে বড় জয় পেলো টটেনহাম।

এদিন ম্যাচের শুরুর দ্বিতীয় মিনিটেই ব্রুনো ফার্নান্দেসের নেওয়া পেনাল্টি থেকে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। তবে চতুর্থ মিনিটেই এনদোম্বেলে সমতায় ফেরান টটেনহামকে। সপ্তম মিনিটে স্পার্সদের লিড এনে দেন সন মিন। কোরিয়ান ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোল করেন ৩৭ মিনিটে। তার আগে ২৮ মিনিটে অ্যান্থনি মার্শাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে পড়ে ইউনাইটেড।

সেই সুযোগে ৩০ মিনিটে গোলের খাতা খুলেন হ্যারি কেন। ইংলিশ ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৯ মিনিটে, পেনাল্টি থেকে। তার আগে ৫১ মিনিটে গোলের দেখা পান সের্গে অরিয়ের।

এই জয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ওঠে এসেছে টটেনহাম হটস্পার। এক ম্যাচ কম খেলে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এভারটন। ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে অ্যাস্টোন ভিলা। ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে লেস্টার সিটি। লেস্টারের সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে লিভারপুল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত