সেরেনার সামনে রেকর্ডের হাতছানি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪

সাহস ডেস্ক

মেয়েদের ২৪তম গ্র্যান্ড স্লাম টেনিস জয়ের রেকর্ড হাতছানি দিচ্ছে উইলিয়াম সেরেনাকে। ফাইনালকে সামনে রেখে আজ ইউএস ওপেনের সেমিফাইনালে মেয়েদের লড়াইয়ে মাত্র দুটি গ্র্যান্ড স্লাম ট্রফির মালিক ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে কোর্টে নামবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা। তবে আর একবার চ্যাম্পিয়ন হলেই মেয়েদের গ্র্যান্ড স্লাম টেনিস জয়ের রেকর্ডে ‘মার্গারেট কোর্ট’র পাশে নাম লেখাবেন এই কৃষ্ণাঙ্গ টেনিস কন্যা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালের এই ম্যাচে মুখোমুখি হবে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

র‌্যাঙ্কিং ও ইতিহাসে ভরসা রাখলে ৩৮ বছর বয়সী সেরেনাই ফেবারিট সাত বছরের ছোট আজারেঙ্কার চেয়ে। ডব্লুটিএর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেরেনা আছেন আটে, অন্যদিকে আজারেঙ্কা আছেন ২৭ নম্বরে। দুজনের মুখোমুখি লড়াইয়ে ১৮-৪ ব্যবধানে এগিয়ে সেরেনা। ২০১২ ও ২১০৩ সালে টানা দুবার ফাইনালে আজারেঙ্কাকে হারিয়েই ইউএস ওপেন জিতেছিলেন উইলিয়ামস বোনদের ছোটজন। দুবারই ম্যাচ গড়িয়েছিল তৃতীয় সেটে।

সেই সময়ে অবশ্য সেরেনার এক নম্বর প্রতিদ্বন্দ্বী ছিলেন আজারেঙ্কাই। ২০১২ ও ২০১৩ সালে বেশির ভাগ সময়ে র‌্যাঙ্কিং শ্রেষ্ঠত্বও ছিল বেলারুশ কন্যার। মাতৃত্বের স্বাদ নেওয়ার আগে সেরেনা-আজারেঙ্কার সর্বশেষ লড়াইয়ে জিতেছিলেন আজারেঙ্কাই। ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস ওপেনটা সেরেনাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে অবাছাই সভেতানা পিরঙ্কোভাকে হারিয়ে শেষ চারে উঠেছেন সেরেনা। ম্যাচের প্রথম সেটটা জিতে তো সেরেনার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বুলগেরিয়ার পিরঙ্কোভা। তবে কোয়ার্টার ফাইনালে সেরেনার কাছে ৬-৪, ৩-৬, ২-৬ গেমে হারলেও ক্যারিয়ার এগিয়ে নেওয়ার বিশ্বাসটা অন্তত রোপণ করে নিয়েছেন নিজের মধ্যে।

তবে কঠিন এক ম্যাচ শেষে ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপ এগোলেন তিন বছর বয়সী অলিম্পিয়ার মা সেরেনা। আরেক মা পিরঙ্কোভাকে হারানোর পর অবশ্য মাতৃত্বের জয়গানই গাইলেন মার্কিন টেনিস তারকা, ‘এটি (ম্যাচ) আমাকে দেখিয়ে দিল মায়েরা কতটা শক্ত হতে পারে। আপনি সন্তান জন্ম দিয়েছেন মানে হলো আপনি সবকিছুই করতে পারেন। আমার মনে হয় সভেতানার (পিরঙ্কোভা) মাধ্যমে আমরা সেটি আজ দেখলাম।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত