ক্রিস্টাল প্যালেসকে বিধ্বস্ত করল লিভারপুল

প্রকাশ : ২৫ জুন ২০২০, ০৫:৪৯

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে বিধ্বস্ত করে শীর্ষস্থানটা আরো মজবুত করল লিভারপুল।

২৪ জুন (বুধবার) দিবাগত রাতে আনফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিন শুরু থেকেই ক্রিস্টালকে চাপে রাখে লিভারপুল। ম্যাচের ২২তম মিনিটে ডিবক্সের একটু বাইরে ভার্জিল ভন ডাইককে ফাউল করে ক্রিস্টাল তারকা। ২৩তম মিনিটে দারুন এক ফ্রিকিকে দলকে এগিয়ে দেন ট্রেন্ট অ্যালেক্সজেন্ডার-আরনল্ড।

এরপর বিরতিতে যাওয়ার আগে দলকে আবারও এগিয়ে দেন মোহামেদ সালাহ। ম্যাচের ৪৪তম মিনিটে প্রতিপক্ষে জালে বল জড়ান এই মিশরীয় কিং। এই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতি থেকে ফিরে এসে আক্রমণের ধারা বজায় রাখে ক্লপের শিষ্যরা। আক্রমণের ধারা বজায় রেখেই ফের এগিয়ে যায় শর্ষে থাকা দলটি। ম্যাচের ৫৫তম মিনিটে ইউজনালডুমের পাসে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফাবিনহো।

এরপর ম্যাচের ৬৯তম মিনিটে একক প্রচেষ্টায় ক্রিস্টালের জালে শেষ পেরেক ঠোকেন সেনেগাল তারকা সাদিও মানে। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে রয়েছে ক্রিস্টাল প্যালেস। এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে ম্যানচেস্টার সিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত