একঝাঁক তারুণ্যে ভরা দল রূপগঞ্জ হেরে গেল উদ্বোধোনী ম্যাচে

প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৯:০৮

সাহস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) একঝাঁক তারুণ্যে ভরা দল লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল ওল্ড ডিওএইচএস। যুদিও রূপগঞ্জের হয়ে খেলেছেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার অভিষেক দাস, রাকিবুল হাসান এবং মাহমুদুল হাসান জয়ও।

১৫ মার্চ (রবিবার) বিকেএসপির মাঠে রূপগঞ্জকে ২৫ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস। দলের হয়ে দুই ওপেনার মিলেই গড়ে তুলেছিল ১০৬ রানের বিশাল এক জুটি। রাখিন আহমেদকে ফিরিয়ে এই ওপেনিং জুটিতে ভাঙন ধরান আল আমিন হোসেন। ৭৭ বলে ৪৮ রান করেন রাখিন আহমেদ।

তবে অপর ওপেনার ৭৬ বলে খেলেন পঞ্চাশোর্ধ্ব একটি ইনিংস। ৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। মাহমুদুল হাসান জয় খেলেন ৩৫ রানের ইনিংস। ৩৩ রান করেন প্রিতম কুমার। ১২ রান করেন মোহাইমিনুল খান সৌরভ। পরে ১ ওভার বাকি থাকতেই ২৩০ রান করে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস।

রূপগঞ্জের হয়ে সোহাগ গাজী ৩টি, মোহাম্মদ শহিদ ও আল আমিন হোসেন ২টি করে এবং সানজামুল ইসলাম ১টি উইকেট নেন।

ওল্ড ডিওএইচএসের দেওয়া ২৩১ রানের জবাব দিতে নেমে পিনাক ঘোষ হাফসেঞ্চুরি করলেও হেরে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ। পিনাক ৫৩ রান করেন টেস্টের চেয়েও স্লো গতির ব্যাটিংয়ে। ৯৩টি বল খেলেন তিনি। সানজামুল ইসলাম ৪৯ বলে করেন ৪০ রান। ২৯ বলে ৩২ রান করেন সোহাগ গাজী। ২৭ বলে ৪৮ রান করেন জাকির আলি অনিক। সাব্বির রহমান করেন ৩১ বলে ১৮ রান। ১০ রান করেন মেহেদী মারূফ।

ওল্ড ডিওএইচএসের হয়ে মোহাম্মদ রশিদ ও অভিষেক দাস ৩টি করে এবং আলিস আল ইসলাম ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত