টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১৮:০৭

সাহস ডেস্ক

আর মাত্র একটি ম্যাচ জিতলেই হবে পূর্ণাঙ্গ সিরিজে হোয়াইটওয়াশ। বাংলাদেশের সামনে সুযোগ জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ’ করার, অন্যদিকে সফরকারীদের লক্ষ্য পুরো সফর থেকে অন্তত একটি ম্যাচ জেতা। এমনই লক্ষ্য নিয়ে আজ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

আজ ১১ মার্চ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে স্বাগতিকরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমেছে সফরকারী জিম্বাবুয়ে।

এর আগে জিম্বাবুয়েকে একমাত্র টেস্ট, ওয়ানডেতে হোয়াইটওয়াসের পর এবার টি-টোয়েন্টির পালা। দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে সফরকারীদের হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচ জিতে পূর্ণাঙ্গ সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মাদ নাঈম, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, আফিফ হোসাইন, মোহাম্মাদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।

বেঞ্চ: তামিম ইকবাল, আমিনুল ইসলা, শফিউল ইসলাম, নাসুম আহমেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত