পাকিস্তান থেমেছে ৪৪৫ রানে, ২১২ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৬

সাহস ডেস্ক

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আজ তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২১২ রানে পিছিয়ে থেকে শুরু করেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ১৬ ওভার শেষে ২ উইকেটে ৫৩ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত (৩) ও অধিনায়ক মুমিনুল হক (০)। সফরকারীরা এখনও পিছিয়ে আছে ১৫৯ রানে।

৯ ফেব্রুয়ারি (রবিবার) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে শুরু করে পাকিস্তান।

তবে দিনের শুরুতেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বেশিদূর এগোতে পারেনি তারা। স্কোরবোর্ডে আর ১০৩ রান যোগ করতেই হারায় বাকি ৭ উইকেট। মোট ৪৪৫ রানে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করেছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৩৩ রান।

দিনের শুরুতেই আগেরদিনে সেঞ্চুরিয়ান বাবর আজমকে (১৪৩) ফেরান আবু জায়েদ। আগেরদিনও পাকিস্তানের শুরুতে ধাক্কা দিয়েছিলেন তিনি। নিয়েছিলেন দুই উইকেট। বাবরের পরপরই আসাদ শফিককে (৬৫) তুলে নেন এবাদত হোসেন। এরপর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান (১০) ও ইয়াসির শাহ (৫) ও শাহীন শাহ আফ্রিদিকে (৩) নিজের শিকারে পরিণত করেন রুবেল হোসেন।

তবে টাইগারদের সামনে গলার কাঁটা হয়ে বসেন হারিস সোহেল। নবম উইকেটে হিসেবে তাইজুল ইসলামের বলে ব্যক্তিগত ৭৫ রানে আউট হোন তিনি। এরপর ৪৪৫ রানে শেষ উইকেট হিসেবে বিদায় নেন নাসিম শাহ (২)। ব্যক্তিগত ১ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আব্বাস।

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি ও রুবেল হোসেন ৩টি করে এবং তাইজুল ইসলাম ২টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত