শিশুতোষ ভুলগুলো করা যাবে না: মেসি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৪:৩৯

সাহস ডেস্ক

বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘এ হারেও আমরা সামনে এগিয়ে যাব। তবে এটা মনে রাখতে হবে যেভাবে সব করতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। শিশুতোষ ভুলগুলো আর করা যাবে না।’

৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে হারের পর ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে একথা বলেন মেসি।

মেসি বলেন, ‘এটা লজ্জার যে আমরা ভালো খেলেছি, নিয়ন্ত্রণ করেছি ম্যাচটা কিন্তু যখন প্রায় শেষ তখন কিছু ভুল করেছি। মাত্র ১০ মিনিটের মধ্যে ওরা (অ্যাটলেটিকো) খেলাটা ঘুরিয়ে নিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কষ্ট লাগছে, ফাইনালে উঠে শিরোপা জিততে চেয়েছিলাম। আমরা ভালো খেলেছি কিন্তু দুঃখজনকভাবে জিততে পারিনি।’

মেসি আরো বলেন, ‘হারলে, প্রত্যাশামতো খেলতে না পারলে এটা ঘটাই স্বাভাবিক। দল ভালো খেলতে না পারলে সমর্থকেরা কথা বলবেই। এটা কঠিন সময়, কারণ শিরোপাটা আমাদের হাত ফসকে গেছে, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে।’

কাল স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হরে বাদ পড়ার পর হতাশা গোপন করতে পারেননি বার্সেলোনা তারকা। মাঠের খেলায় দলের সবাই মিলে ‘শিশুতোষ ভুল’ করায় খেপেছিলেন মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত