ট্রিপল সেঞ্চুরি করে নতুন মাইলফলকে ওয়ার্নার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৪১

সাহস ডেস্ক

সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি...থামানোই যাচ্ছে না ডেভিড ওয়ার্নারকে। পাকিস্তান বোলারদের বেদম পিটিয়ে একের পর এক কীর্তি গড়েই যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। সর্বশেষ নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নিলেন এই অজি ওপেনার।

শনিবার (৩০ নভেম্বর) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

দিবা-রাত্রির এই টেস্টের আলো পুরো নিজের দিকে নিয়ে যান ওয়ার্নার। প্রথম দিনে ১৬৬ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম অজি ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পান। ৩৮৯ বলে ওয়ার্নার এই মাইলফলক স্পর্শ করেন। এখন পর্যন্ত অপরাজিত থেকে ৪১৮ বলে ৩৯ চার ১ ছক্কায় ৩৩৫ রান করে অস্ট্রেলিয়ান হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওয়ার্নর।

প্রথম দিনে ১২৬ রানে অপরাজিত থাকা মার্নাস লাবুশানে অবশ্য এদিন ১৬২ করার করা শহীন শাহ আফ্রিদির বলে আউট হন। এছাড়া স্টিভেন স্মিথ নেমে খুব একটা সুবিধে করতে পারেননি। ৩৬ করে সেই আফ্রিদির বলেই বিদায় নেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৫৮৯ রানের বিশাল স্কোর করে ডিক্লেয়ার দিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত