এসিসি ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশকে ৩০২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৯, ১৩:০৯

এসিসি ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৩০২ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দল।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ২।

এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরতেই উইকেট হারায় পাকিস্তান। ওপেনার ওমাইর উইসুফকে (৪) বিদায় করেন সুমন খান। আরেক ওপেনার হায়দার আলিকেও (২৬) বিদায় করেন সুমন খান। দলীয় ৪১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তিন নম্বরে নামা রোহাইল নাজির ১১১ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১১৩ রান।

দলীয় ১৫৮ রানের মাথায় বিদায় নেন ইমরান রফিক। তার আগে ৮৮ বলে করেন ৬২ রান। শেষ দিকে দলপতি সৌদ শাকিল ৪০ বলে ৪২ আর খুশদিল শাহ ১৬ বলে করেন ২৭ রান। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন আমাদ বাট।

বাংলাদেশের হয়ে সুমন খান ৩টি, হাসান মাহমুদ ২টি ও মেহেদি হাসান ১টি করে উইকেট পান।

শিরোপা জয়ের লক্ষ্যে পাকিস্তানের দেয়া ৩০২ রানের জবাবে ব্যাট করতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত