আমরা সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১৪:৩৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি বলেছেন, ‘এ বিয়ষটি আমরা শুনেছি। যদিও আইসিসির ব্যাপারে আমরা কোনো কিছু করতে পারবো না। তবে আমরা সাকিবের পাশে থাকবো। সাকিব যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে, সে ব্যাপারে আমরা চেষ্টা করবো।’

আজ ২৯ অক্টোবর (মঙ্গলবার) সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া নিয়ে সচিবালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছে তারাও কিছু জানতেন না। তারা সাকিবের সঙ্গে যোগাযোগ করেছেন। সাকিব হয়তো হালকাভাবে নিয়েছেন, কেউ এটা সেভাবে গুরুত্ব দেননি। এটা যে এতদূর গড়িয়েছে, কেউ সেভাবে বুঝতে পারেনি। আইসিসি আসলে কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা তো কোনও নির্ভরযোগ্য রিপোর্ট নয়, তবে কোনও কঠোর সিদ্ধান্ত যদি আসে বা না আসে, অবশ্যই আমরা সাকিবের পাশে থাকবো। কীভাবে তাকে রক্ষা করা যায় চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘এটা অবশ্য আকসুর বিষয়। এখানে আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই। তবে নিউজে আসার পর থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশকিছু সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিয়ম অনুযায়ী, জুয়াড়ির দেওয়া প্রস্তাব বোর্ড বা আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোয় ১৮ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান।

তবে এখন পর্যন্ত আইসিসি, বিসিবি বা সাকিব আল হাসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত