ক্রিকেটারদের ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৩৯

১১ দফা দাবি (পরিবর্তে ১৩ দফা) নিয়ে তিন দিন আন্দোলন করেছিলেন জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা। এই দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের দেওয়া সেই আশ্বাস অব্যাহত রেখে ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে শুরু করে সব কিছুই দ্বিগুণ করে দিচ্ছে বিসিবি।

আজ ২৮ অক্টোবর (সোমবার) এক বিবৃতিতে জানানো হয়েছে জাতীয় লিগের দুই স্তরেই বেতন ভাতা বাড়ানো হচ্ছে। এবং সেটা দাবির শর্ত মেনেই এই জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই প্রযোজ্য হবে।

আপাতত চার দিনের ম্যাচের জন্য এক লাখ টাকা দেওয়া না হলেও সেটা ৭১ থেকে শতভাগ বাড়ানো হচ্ছে। দ্বিতীয় স্তরের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। আর প্রথম স্তরের বেতন ৩৫ হাজার থেকে ৭১ ভাগ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে।

আন্দোলনে যাতায়াত ভাতা বাড়ানোর কথা বলা হয়েছিল বা উড়োজাহাজের টিকিটের কথা বলা হয়েছিল। বিসিবি যেখানে সম্ভব সেখানে আকাশ পথে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আর যে ভেন্যুতে আকাশ পথে যাওয়া সম্ভব নয়, সেখানে সাড়ে তিন হাজার টাকা ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। এবারের জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডে যাতায়াত ভাতা হিসেবে আড়াই হাজার টাকা পেতেন ক্রিকেটাররা। দৈনিক ভাতাও দেড় হাজার থেকে আড়াই হাজার করা হয়েছে।

এ ছাড়া আবাসনের ক্ষেত্রে ব্যয় ৮০ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর ভেন্যু থেকে হোটেলে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থার কথা বলেছে বিসিবি।

প্রসঙ্গ, ক্রিকেটারদের এই ১৩ দফা দাবির মধ্যে বেশি গুরুত্ব পেয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেট। অনুশীলন সুবিধা, জিম, ভালো আবাসন, ম্যাচ ফি, দৈনিক ভাতা এবং যাতায়াত ভাতা—সবকিছু নিয়েই নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন সাকিব-তামিমরা। দাবি জানানোর সময় ক্রিকেটাররা বলেছিলেন, ম্যাচ ফি এক লাখ টাকা হওয়া উচিত। না হলেও অন্তত পঞ্চাশ ভাগ বাড়ানো উচিত। এবং সেটাই হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত