শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না পাকিস্তান

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১১:৪৪

সাহস ডেস্ক

অন্য দুই ফরম্যাটের চেয়ে টি-টোয়েন্টিতেই যেন বেশি ভাল খেলে পাকিস্তান। তাই তো আইসিসি র‍্যাংকিংয়ে টেস্ট-ওয়ানডেতে নিচের দিকে হলেও, টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরেই শীর্ষস্থান দখলে রেখেছে ২০০৯ সালের বিশ্ব টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা।

কিন্তু ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাত্তাই পায়নি সরফরাজ আহমেদের দল। সফরকারীদের দলে ছিলো নিয়মিত প্রায় ১০ জন ক্রিকেটার। তবু নতুন মুখদের নিয়েই পাকিস্তানকে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬৪ রানের বড় ব্যবধানে জয় লাভ করেছে শ্রীলঙ্কা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৬৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেলো সফরকারীরা। শনিবার রাতে সফরকারীদের দেয়া ১৬৫ রান তাড়ায় পাকিস্তান অল আউট হয়ে যায় ১০১ রানে। টস জিতে পাকিস্তান ফিল্ডিং নিলেও শ্রীলঙ্কার রানের গতি থামাতে পারেনি।

পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন ৩৭ রানে নেন ৩ উইকেট নেন হ্যাটট্রিকের সুবাদে। সোমবার এই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (গুনাথিলাকা ৫৭, ফার্নান্দো ৩৩, রাজাপাকাসে ৩২, শানাকা ১৭; হাসনাইন ৩/৩৭, শাদাব ১/৩৫)

পাকিস্তান: ১৭.৪ ওভারে ১০১ ( ইফতিখার ২৫, সরফরাজ ২৪, বাবর ১৩; উদানা ৩/১১, প্রদিপ ৩/২১, , হাসারাঙ্গা ২/২০)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত