‘দ্যা হানড্রেড’র নতুন ফরমেটে সাকিব

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১২:২৯

ইংল্যান্ডের আয়োজনে আগামী বছর থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে নতুন এক আসর ‘দ্যা হানড্রেড’।

অভিষেক আসরের খেলোয়াড় ড্রাফট এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ড্রাফটে বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব ছাড়াও এই আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন ক্রিস গেইল, স্টিভ স্মিথ, রশিদ খান, ওয়েন মর্গ্যান, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসন, ফাফ দু প্লেসি, কাগিসো রাবাদা, মিচেল স্টার্ক, বাবর আজম, ডেভিড ওয়ার্নার ও সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির মতো তারকারা।

ড্রাফটের ছোট তালিকা থেকে প্রতি দল ৩ জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে। এছাড়া লোকাল আইকন খেলোয়াড় বাছাইয়ের সুযোগও থাকছে।

আগামী বছরের ১৭ জুলাই-১৬ আগস্ট পর্যন্ত চলবে ‘দ্য হানড্রেড’র প্রথম আসর। ১০০ বলের এই টুর্নামেন্টে আটটি শহরভিত্তিক দল অংশগ্রহণ করবে। এই আট দল হলো- লন্ডন (দুটি দল), বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, নটিংহ্যাম, কার্ডিফ এবং সাউদাম্পটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত