আজ ফাইনালে সাইফ-নোফেল

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ১৩:০২

আজ অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ক্লাব।

১ অক্টোবর (মঙ্গলবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দু’দল।

যদিও ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে খারাপ আবহাওয়া ও স্টেডিয়ামের বেহাল অবস্থা এবং এই ভেন্যুতে ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ থাকায় ফাইনালটি সরিয়ে নেওয়া হয়েছে কমলাপুর স্টেডিয়ামে।

৩০ সেপ্টেম্বর (সোমবার) ফাইনাল ম্যাচের আগে দুই দলের কোচ ও খেলোয়াড়রা তাদের প্রত্যাশা ও কৌশল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

নোফেল স্পোর্টিং দলের কোচ আকবর হোসেন রিদন জানান, ‘খেলোয়াড় বাছাই প্রক্রিয়াটা শেষ হয় দল-বদলের শেষ দিনে। নোয়াখালির ১১জনসহ চেনা জানা ফুটবলার নিয়ে কম সময়ের মধ্যেই দল গুছিয়েছি। একাডেমির প্লেয়ার আছে কয়েকজন। তাদের কৌশল নিয়েই আগে কাজ করার চেষ্টা করেছি। তারা সব কিছুই ভালভাবে রপ্ত করতে পেরেছে। জয়ের মানসিকতা আছে আমোদের মাঝে। চ্যাম্পিয়ন হতেই মাঠে নামব।’

নোফেলের অধিনায়ক জনি চন্দ্র শিল বিক্রম বলেন, ‘সবারই লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। কোচ আমাদের যেটা বুঝিয়েছেন সেই অনুযায়ী খেলতে পারলে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো।’

সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ইমন মোল্লা জানান, ‘অনেক কষ্ট করছি, ফাইনালে খেলতে চেয়েছিলাম, লক্ষ্যটা পূরন হয়েছে। এবারে মাঠে অবশ্যই ভালো করতে চেষ্টা করবো। ট্রফিটা জিততে চাই।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত