অধিনায়কত্বের দায়িত্ব নিতে প্রস্তুত মাহমুদউল্লাহ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২২

গত কিছুদিনে সাকিব আল হাসান একাধিকবার সংবাদমাধ্যমকে বলেছেন, দলের দায়িত্ব থেকে মুক্ত থাকতে পারলেই তিনি খুশি। অধিনায়কত্বের বাড়তি দায়িত্বটা উপভোগ করতে পারছেন না এই সেরা অলরাউন্ডার। সাকিব যদি অধিনায়কত্ব করতে না চান, তাঁর জায়গায় কে হতে পারেন বাংলাদেশ দলের নেতা? তবে এই দায়িত্ব নিতে প্রস্তুত মাহমুদউল্লাহ রিয়াদ।

২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতির কথা জানালেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বলেন, ‘অধিনায়কত্বের ভার নিতে তৈরি আছি। এটা আসলে একটা বড় দায়িত্ব, সম্মান। কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে ভবিষ্যতে যদি এ ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে, তবে কেন নয়?’

গত বছর জানুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কা সিরিজে সাকিবের ইনজুরির কারণে দায়িত্ব নিতে হয়েছিল মাহমুদউল্লাহকে। এরপর তার নেতৃত্বেই কলম্বোয় নিদাহাস ট্রফিও খেলেছিল বাংলাদেশ। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বারবার ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহর কোনো আপত্তি নেই লম্বা সময়ে দলের ভার নেওয়ার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত