অ্যাশেজের বরপুত্র স্টিভেন স্মিথ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫২

বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে অ্যাশেজেই টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয় স্টিভ স্মিথের।

অ্যাশেজের পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় টেস্ট খেলেননি স্মিথ। চোটের কারণে লর্ডসে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি তিনি।

চারটি টেস্টে সাত ইনিংসে স্মিথের সংগ্রহ যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২, ৮০ এবং ২৩।

১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ৭ ইনিংসে ৭৭৪ রান করেন স্মিথ। ব্যাটিং গড় ১১০.৫৭।

২৫ বছর আগে ব্রায়ান লারা এক টেস্ট সিরিজে ৭৭৮ রান করেছিলেন। মাত্র ৪ রানের জন্য লারাকে ছুঁতে পারেননি স্মিথ। তবে নতুন শতাব্দীতে স্মিথের ৭৭৪ রানই এক সিরিজে সর্বোচ্চ রান।

২০০০ সালের পর থেকে এ পর্যন্ত আগের রেকর্ডটিও ছিল স্মিথের দখলে। ২০১৪-১৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৬৯ রান করেছিলেন স্মিথ।

একাধিকবার নির্দিষ্ট একটি টেস্ট সিরিজে ৭০০ রানের বেশি রান করা ষষ্ঠ ব্যাটসম্যান হলেন স্মিথ। তার আগে স্যার ডন ব্র্যাডম্যান, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, এভার্টন উইকস এবং গ্যারি সোবার্স এই নজির গড়েছেন।

অ্যাশেজের ইতিহাসে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার নিরিখে স্টিভ স্মিথ পাঁচ নম্বরে উঠে এলেন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কনকাশন সাবস্টিটিউ হন স্টিভ স্মিথ। লর্ডসে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে জোফ্রা আর্চারের বল লেগে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। পরে ব্যাট করলেও দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামেননি। তার বদলে ব্যাট করেন মার্নাশ লাবুশানে।

অ্যাশেজ চলাকালীন আইসিসি টেস্ট ​র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষস্থান ফিরে পান স্টিভ স্মিথ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত