ভ্যালেন্সিয়াকে গোল বন্যায় ভাসাল বার্সেলোনা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৭

স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে লুইজ সুয়ারেজের জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা।

১৪ সেপ্টেম্বর (শনিবার) ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ৫-২ গোলে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

দ্বিতীয় মিনিটে ফ্রেঙ্ক ডি ইয়ংয়ের ডান দিক থেকে বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে যান ফাতি। জোরালো শটে সাবেক বার্সা গোলরক্ষক জেসপার সিলিসেনকে পরাস্ত করেন তরুণ ফরোয়ার্ড। আগের ম্যাচে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেন ফাতি। পরে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা।

ম্যাচের ২৭ মিনিটে কেভিন গামেইরোর গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া। ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে ষষ্ঠ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন জেরার্ড পিকে।

ফাতির বদলে শেষ দিকে নামেন লুইস সুয়ারেজ। মাঠে নেমেই দুটি গোল উপহার দেন উরুগুইয়ান তারকা। যদিও অতিরিক্ত
শেষ পর্যন্ত ৫-২ গোলর ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

চার ম্যাচে বার্সেলোনার এটি দ্বিতীয় জয়। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে একে আছে আতলেতিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত