চট্টগ্রাম টেস্ট

বৃষ্টিতে স্বস্তি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২

গতকাল রাত থেকে চলা বৃষ্টিতে ভেসে যাচ্ছে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বৃষ্টি চলছে। এতে কিছুটা স্বস্তিতে আছে টাইগার সমর্থকেরাও।

চট্টগ্রাম টেস্টটা বাংলাদেশ নিজের করে নেবে এমন সম্ভাবনা এখন খুবই কম। হাতে আছে কেবল ৪ উইকেট। ক্রিজে দুই স্বীকৃত ব্যাটসম্যান সাকিব ও সৌম্য থাকলেও আফগান স্পিনের সামনে কতক্ষন টিকে থাকা যাবে টেইলেন্ডারদের নিয়ে তা বিশাল এক প্রশ্ন।

গতকাল সংবাদ সম্মেলনে সাকিব রসিকতার ছলে বলেছিলেন, টেস্ট বাঁচানোর জন্য বৃষ্টির ওপরেও ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে, ‘আমরা হারের খুব কাছাকাছি। বৃষ্টি আর স্বয়ং আল্লাহ যদি আমাদের (অপরাজিত) দুজনকে দিয়ে না খেলান, তাহলে হারার সম্ভাবনা খুবই বেশি।’

ম্যাচটা বাঁচাতে হলে সারাদিন ব্যাটিং করতে হবে বাংলাদেশ দলকে। অভাবনীয় কিছু না ঘটলে বাংলাদেশের এই টেস্ট বাঁচিয়ে রাখার সম্ভাবনা খুব একটা নেই। আর হলে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানরা তুলে নেবে টেস্টে তাদের দ্বিতীয় জয়। 

অবশ্য, সাকিবের রসিকতা অনুযায়ী, তিনি ১৫০ আর সৌম্য ১২০ রান করলে টেস্ট জিততেও পারে বাংলাদেশ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত