শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

দেশের ফুটবলের উন্নয়নের জন্য প্রথমবারের মতো আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টির আয়োজন করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম।

৭ সেপ্টেম্ব (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন করা হয়। বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের লোগো ও ট্রফি উন্মোচন করেন।

১২টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপের শীর্ষ দল খেলবে সেমিফাইনালে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানান, ‘চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ১ লাখ টাকা দেওয়া হবে। রানার্সআপ দলকে দেওয়া হবে ৫০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দলকে প্রাইজমানি দেয়া হবে।’

আগামী ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা হবে পল্টনের আউটার স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত