দলকে জিতিয়েও বর্ণবাদের শিকার লুকাকু

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪

নতুন মৌসুমে সিরি আ’ লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের শেষের দিকে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকুর গোলে কালিয়ারিকে হারিয়ে শীর্ষেই আছে ইন্টার মিলান। এই জয়ের পরেও বর্ণবাদী নিয়ে কথা শুনতে হলো রোমেলু লুকাকুকে।

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাবে যোগ দিয়ে অভিষেকে ম্যাচে গোল করে প্রশংসা কুড়িয়েছিলেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকু। তবে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কালিয়ারির বিপক্ষে গোল করে উৎসাহতো পায়নি বরং কালিয়ারির সমর্থকরা গ্যালারি থেকে ২৬ বছর বয়সী তারকাকে উদ্দেশ্য করে ‘বানর, বানর’ বলে চিৎকার করতে থাকে।

১ সেপ্টেম্বর (রবিবার) দিবাগত রাতে কালিয়ারিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।

এদিন ম্যাচের ২৭ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে নেন লওতারো মার্তিনেজের। পরে ম্যাচের ৫০ মিনিটে কালিয়ারিকে সমতায় ফেরান হুয়াও পেদ্রো। এরপর ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে লুকাকুর গোলে জয় পায় ইন্টার মিলান।

তবে কালিয়ারি সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্য করা নতুন নয়। তা খোদ ইউরোপ ফুটবলের বর্ণবৈষম্য বিরোধী সংস্থাই জানিয়েছেন, ‘কালিয়ারি সমর্থকরা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার ইতিহাস আছে।’

তবে কালিয়ারি সমর্থকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের অ্যান্টি ডিসক্রিমিনেশন বডি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত