অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৯:১৭

২০১৯ বিশ্বকাপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আগেই সেমিফাইনাল নিশ্চত হওয়া দক্ষিণ আফ্রিকা। এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। টসে হেরে ফিল্ডিংয়ে অ্যারোন ফিঞ্চের দল।

৬ জুলাই (শনিবার) ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয়েছে দু’দল।

যদিও খুবই বাজে একটা বিশ্বকাপ গেল দক্ষিণ আফ্রিকার। তবুও ফাফ ডু প্লেসির দল চাইবে শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে। কিন্তু শেষ ম্যাচটি যে অস্ট্রেলিয়ার সঙ্গে! দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শীর্ষস্থানে থেকে সেমিফাইনাল খেলতে চায় অসিরা।

এদিকে আটটি ম্যাচের সাতটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রতি ম্যাচে দারুণভাবে শুরু করেছেন ওপেনাররা। দারুণ খেলছেন উইকেটরক্ষক অ্যালেক্স কেরি। বোলিংয়ের নেতৃত্বে আছেন মিচেল স্টার্ক। নাথান লায়ন আসার পর থেকে আরো বিপজ্জনক দেখাচ্ছে তাদের আক্রমণকে।

অস্ট্রেলিয়ার একাদশ:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জ্যাসন বেহরেনডর্ফ, নাথান লায়ন।

দক্ষিণ আফ্রিকার একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), র‍্যাসি ভ্যান ডের ডুসান, জেপি ডুমিনি, ডোয়াইন প্রোটিয়াস, আন্দিলে ফেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরেজ শামসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত