আফগানিস্তানকে হারিয়ে স্বস্তিতে পাকিস্তান

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৩:১১

সাহস ডেস্ক

চলতি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের ৮ম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে আফগানদের হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান।

২৯ জুন (শনিবার) লডসে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানের অধিনায়ক গুলবাদিন নাঈব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে আফগানিস্তান। দলের হয়ে তেমন বড় স্কোর করতে পারেনি। সের্বাচ্চ ওপেনার রহমত শাহ ৪৩ বলে ৫ চারে ৩৫ রান করেন, আজগর আফগান ৩৫ বলে ৩ চার ২ ছক্কায় ৪২ রান করেন এবং নাজিবুল্লাহ জাদরান ৫৪ বলে ৬ চারে ৪২ রান করেন।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৪টি, ইমাদ ওয়াসিম ও ওহাব রিয়াজ ২টি এবং শাহদাব খান ১টি করে উইকেট নেন।

আফগানদের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ওপেনার ইমামুল হক ৫১ বলে ৪ চারে ৩৬ রান, বাবর আজম ৫১ বলে ৫ চারে ৪৫ রান এবং ইমাদ ওয়াসিম ৫৪ বলে ৫ চারে ৪৯ রান করেন। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

আফগানদের হয়ে মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি ২টি এবং রশিদ খান ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন ইমাদ ওয়াসিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত