আজ পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৩:৫৬

সাহস ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে আজ দুই দলের একাদশেই পরিবর্তন আসতে পারে।

২০ জুন (বৃহস্পতিবার) নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

এই ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদাশ-

বাংলাদেশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন/সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। পিঠে চোট পেয়েছেন এই পেস অলরাউন্ডার। তিনি শেষ পর্যন্ত না খেললে ভাগ্য খুলবে রুবেল হোসেনের। ফিটনেস ঘাটতি আছে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। তার পরিবর্তে খেলতে পারেন সাব্বির রহমান।

অস্ট্রেলিয়া:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাওয়াজা, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেয়ারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, কেন রিচার্ডসন/নাথান লায়ন।

শ্রীলঙ্কার বিপক্ষে অসিদের সবশেষ ম্যাচে বিশ্রাম পাওয়া পেসার নাথান কোল্টার-নাইলের একাদশের ফেরাটা প্রায় নিশ্চিত। চোট থেকে ফেরা অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও খেলতে পারেন এ ম্যাচে। অতীতে বাংলাদেশের বিপক্ষে ভালো করার বিবেচনায় একাদশে ঢুকতে পারেন স্পিনার নাথান লায়ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত