আজ ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশ : ০৮ জুন ২০১৯, ১৪:০১

সাহস ডেস্ক

আজ দ্বাদশ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেভারিট দল স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

৮ জুন (শনিবার) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১২তম ম্যাচটি।

বাংলাদেশের মতো দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে ইংলিশরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ১৪ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। তাই বাংলাদেশের মতো ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।

এর আগে বিশ্বকাপে তিনবারের দেখায় দুই ম্যাচেই জয় পায় বাংলাদেশ। ২০১১ সালে ঘরের মাঠে ২ উইকেটে আর ২০১৫ সালের বিশ্বকাপে ১৫ রানের ব্যবধানে হারায় ইংলিশদের। বিশ্বকাপে মোট তিনবারের দেখায় ২০০৭ সালে ইংল্যান্ড জিতেছিল ৪ উইকেটে।

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসে সর্বোচ্চ রানের দিকেও এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের ২৭৫ আর ইংল্যান্ডের ২৬০ রান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত