বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনালের দিন পরিবর্তন, থাকছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৯, ২১:১৫

সাহস ডেস্ক

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফাইনালের দিন পরিবর্তন হয়েছে। ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ৩ মে। এই ম্যাচটির তারিখ পরিবর্তন করে দেয়া হয়েছে আগামী ৪ মে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই ফাইনালের দিনটি পরিবর্তন করা হয়েছে।

আগামী ৪ মে (শনিবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টুর্নামেন্টটির ফাইনাল।

২৪ এপ্রিল (বুধবার) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ফাইনাল ম্যাচটি পেছানোর কথা নিশ্চিত করেছেন।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি প্রদানের জন্য ফাইনালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে নিশ্চিত করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাইনালে।’

২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। উদ্বোধন ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান ও বাংলাদেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত