ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে নেপাল

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৫:৪০

সাহস ডেস্ক

‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর শুরু হয়েছে হিমালয়ের দেশ নেপালে। এই আসরে ভুটানকে হারিয়ে মিশন শুরু করেছে হিমালয়ের দেশটি।

১২ মার্চ (মঙ্গলবার) দেশটির বিরাটনগরে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালী মেয়েরা। নেপাল খেলছে ‘বি’ গ্রুপে। যেখানে আরেক প্রতিপক্ষ বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার এ টুর্নামেন্টে বাংলাদেশ বর্তমান রানার্সআপ। ফাইনালে ওঠার জন্য লাল-সবুজ জার্সিধারী মেয়েদের প্রথম বাধা নেপাল। গ্রুপ পর্বে শীর্ষে না থাকলে সেমিফাইনালে নির্ঘাত ভারতকে পাবে সাবিনারা। সেক্ষেত্রে ফাইনালে ওঠার স্বপ্নটা ক্ষীণ হয়ে যাবে ছোটনের দলের।

যে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শুরু করেছে নেপাল সেই দলটির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু হবে আগামীকাল ১৪ মার্চ (বৃহস্পতিবার)। কেবল জয়ই নয়, বেশি গোলের কথা মাথায় রেখেও মাঠে নামতে হবে বাংলাদেশকে।

৪-০ গোলে জিতে নেপালের সঙ্গে ড্র করলেই বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন। তখন সেমিফাইনালে পাওয়ার সম্ভাবনা থাকবে মালদ্বীপ বা শ্রীলংকাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত