মেসির ব্যাপারে বাবার সঙ্গে কথা বলবে বার্সেলোনা

প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৪:১৬

সাহস ডেস্ক

লিওনেল মেসিকে ২০২১ পর্যন্ত নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। কিন্তু তাতেও অদৃশ্য একটা আতঙ্ক তাড়া করে ফিরছে লা লিগার অন্যতম সফল ক্লাবটিকে। আপাতত বার্সা চাইছে-২০২১ নয়, কমপক্ষে ২০২২ সাল পর্যন্ত যেন বার্সাতে থাকেন মেসি। সম্ভব হলে তারা চুক্তিটা করতে চায় ২০২৩ পর্যন্ত। তাই মেসির বাবার সঙ্গে কথা বলতে চান বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তেম্যু।

কিন্তু মেসির বাবার সঙ্গে কেন? আসলে আর দশজন ফুটবলারের মতো মেসির চুক্তি বিষয়ক দিকগুলো দেখভাল করেন তার বাবা হোর্হে মেসি। সঙ্গে থাকে এজেন্ট। নতুন চুক্তির জন্য তাই আবারও তাদের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা বার্সা সভাপতির।

বার্তেম্যু বলেন, ‘লিওর চুক্তি ২০২১ সাল পর্যন্ত। তবে আমরা সেটা আবারও নবায়ন করতে চাই। সে শক্তিশালি এবং মানসিকভাবে অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে। তার লক্ষ্য হলো শিরোপা জেতা।’

২০১৭ সালের নভেম্বরে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেন মেসি। যেখানে রিলিজ ক্লজ ধরা হয় ৬০০ মিলিয়ন ইউরো।

স্প্যানিশ গণমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদনে এসেছে, লা লিগার শীর্ষে থাকা ক্লাবটি আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ভবিষ্যত চুক্তির বিষয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত