হার এড়াতে পারবে কি বাংলাদেশ

প্রকাশ : ০২ মার্চ ২০১৯, ১২:৫২

সাহস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৭১৫ রানের বিশাল ইনিংস খেলে রেকর্ড গড়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। অপরাজিত থেকে অধিনায়ক কেন উইলিয়ামসন ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি তুলে নেন। পাশাপাশি রাভাল ও ল্যাথামও সেঞ্চুরি করেন। আজ তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ৩০৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে চতুর্থ দিনে হার এড়াতে পারবে কি মাহমুদউল্লাহর দল?

২ মার্চ (শনিবার) হ্যামিল্টনে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে দিন শেষ করে বাংলাদেশ।

৪৮১ রানে পিছিয়ে পড়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তামিম-সাদমান স্কোরবোর্ডে জমা করেন ৮৮ রান। এরপর সাদমান ৩৭ রানে ওয়াগনারের বলে ফিরে যান। মাঠে নেমে মুমিনুল ও মিঠুন দ্রুতই ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এরপর দলীয় ১২৬ রানে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। তিনি দ্বিতীয় ইনিংসেও অর্ধশত তুলে নিয়েছেন। এটি ছিল তার ক্যারিয়ারের ২৬তম অর্ধশত।

এরপর মাঠে এসে সৌম্যর সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছে এ জুটি। 

নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ২টি, সাউদি ও ওয়াগনার একটি করে উইকেট লাভ করেন। 

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত