চকবাজার ভয়াবহ অগ্নিকাণ্ড: রুবেল-তামিমদের শোক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৮

সাহস ডেস্ক

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। মহান শহীদ দিবসে এমনি চারদিকে শোকের আবহ, সেই শোক আরও বাড়িয়ে দিয়েছে চকবাজার-ট্র্যাজেডি। এই শোকে শোকাহত সুদূরে নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররাও। রুবেল হোসেন, তামিম ইকবালের পর শোক জানিয়েছেন সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে চারতলা বাড়িসহ কয়েকটি ভবনে আগুন লাগে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত প্রায় ৭৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনেই ফেসবুকে  ওপেনার তামিম ইকবাল লিখেছেন, চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা। সেই সঙ্গে তিনি নিহত মানুষের স্বজনদের শোক সইবার শক্তি দিতে আর আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থণা করেছেন।

রুবেল হোসেনও ফেসবুকে কয়েকটি পোস্ট দিয়েছেন, তিনি ফেসবুকে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
আল্লাহ চকবাজারে যেন আর মৃত সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন.. হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।’

অন্য একটি পোস্টে বলেন, ‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চক বাজার অগ্নিকাণ্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগতেসে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই। আর নয়তো, পারলে এই বার্তাটি ছড়িয়ে দিন সবার মাঝে….’

সাব্বির রহমানও নিউজিল্যান্ড থেকে বললেন, ‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে! যাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’

এদিকে নিউজিল্যান্ড থেকে চকবাজারের ঘটনার খোঁজখবর নিলেন মোস্তাফিজুর রহমান। খবরটা শোনার পর থেকে তিনিও শোকে আচ্ছন্ন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’
 
চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা তাসকিন আহমেদ আহবান করেছেন, আহতদের সাহায্যে এগিয়ে আসতে, ‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশপাশে অবস্থান করছেন তাঁরা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’

ভয়াবহ আগুনে চকবাজারে এখন লাশের মিছিল। গতকাল রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে একটার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বহু লোক হতাহত হয়েছে। পুড়ে ছারখার হয়েছে মানুষ, ভবন, দোকানপাট, আসবাব, গাড়িসহ নানা সরঞ্জাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত