মাশরাফীকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮

সাহস ডেস্ক

ঢাকা প্রিমিয়ার লিগের গত আসর ও সদ্য শেষ হওয়া বিপিএলে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মাশরাফী বিন মর্তুজা। এ পেসারকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী।

আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা লিগের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে রিটেইন করেছে ক্লাবটি। লিগের আয়োজক সিসিডিএম সূত্রে জানা গেছে এ তথ্য।

গত মৌসুমে আবাহনীর জার্সিতে ১৬ ম্যাচে ৩৯ উইকেট শিকার করে রেকর্ড গড়েন মাশরাফী। একটি ম্যাচে করেন হ্যাটট্রিক। বিপিএলেও দারুণ বোলিং করেছেন রংপুর রাইডার্স অধিনায়ক। ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শিকারি হন নড়াইল এক্সপ্রেস।

ঢাকা লিগের গত আসরে মাশরাফীকে লটারির মাধ্যমে শাইনপুকুর ক্রিকেট ক্লাব পেলেও পারস্পরিক সমঝোতায় খেলা মাঠে গড়ানোর আগেই তিনি যোগ দেন আবাহনীর ডেরায়। দুটি ক্লাবের মালিকানা একই হওয়ায় সেবার দল বদলানোর সুযোগ পান এ পেসার।

পরে আকাশী-নীলদের চ্যাম্পিয়ন করেন দারুণ বোলিংয়ে। কাগজে-কলমে আবাহনীর নেতৃত্বভার নাসির হোসেনের কাছে থাকলেও দলীয় সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন মাশরাফীই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত