ঢাকাকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৭

সাহস ডেস্ক

ঢাকা ডায়নমাইটসকে হারিয়ে দ্বিতীয় বারেরমতো বিপিএলের শিরোপা ঘরে তুলল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ১৭ রানের জয় তুলে নিল তারা। জয়ের নায়ক তামিম ইকবাল।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটে নেমে তামিম ইকবালের নায়কোচিত ব্যাটিংয়ে বিশাল টার্গেট দাঁড় করায় কুমিল্লা। জবাবে শুরুতেই ওপেনার সুনিল নারিন রান আউট হয়ে ফেরেন। তবে শুরুতেই ধাক্কা খেলেও দলকে চাপে পড়তে দেননি রনি তালুকদার। উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন। ২৭ বলে ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলে স্বদেশী থিসারা পেরেরার শিকার হন থারাঙ্গা। ৯ ওভারে দলের সংগ্রহ তখন ১২০।

এরপর হঠাৎই ছন্দপতন। অধিনায়ক সাকিব ছিলেন আসা যাওয়ার মধ্যে। অধিনায়কের দেখানো পথে হাঁটেন ৩৮ বলে ৬৬ রান করা রনি। টি-২০ স্পেশালিস্ট কাইরন পোলার্ড এবং আন্দ্রে রাসেল দ্রুত বিদায় নিলে ভেঙে যায় ঢাকার প্রতিরোধ। শেষ দিকে নুরুল হাসান সোহান এবং মাহমুদুল হাসানরা শুধু ব্যবধানই কমিয়েছেন।

এর আগে তামিম ব্যাট হাতে টি-২০তে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন। দলকে এনে দেন ১৯৯ রানের বিশাল সংগ্রহ।

স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯৯/৩ (২০)
তামিম ইকবাল ১৪১* (৬১)
এভিন লুইস ৬ (৭)
এনামুল হক ২৪ (৩০)
ইমরুল কায়েস ১৭* (২১)

বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-৩৭-০
রুবেল হোসেন ৪-০৪৮-১
সাকিব আল হাসান ৪-০-৪৫-১
সুনিল নারিন ৪-০-১৮-০
কাজী অনিক ২-০-১৯-০
শুভাগত হোম ১-০-১৪-০
মাহমুদুল হাসান ১-০-১২-০

ঢাকা ডায়নামাইটস: ১৮২/৯ (২০)
উপল থারাঙ্গা ৪৮ (২৭)
সুনিল নারিন ০ (০)
রনি তালুকদার ৬৬ (৩৮)
সাকিব আল হাসান ৩ (৫)
কাইরন পোলার্ড ১৩ (১৫)
আন্দ্রে রাসেল ৪ (৩)
নুরুল হাসান  ১৮ (১৪)
শুভাগত হোম ০ (২)
মাহমুদুল হাসান ১৫ (৮)
রুবেল হোসেন ৫* (৫)
কাজী অনিক ১* (২)

বোলার:
মোহাম্মদ সাইফুদ্দিন ৪-০-৩৮-২
মেহেদী হাসান ৩-০-৩০-০
ওয়াহাব রিয়াজ ৪-০-২৮-৩
সঞ্জিত সাহা ১-০-১০-০
শহীদ আফ্রিদি ৪-০-৩৭-০
থিসারা পেরেরা ৪-০-৩৫-২

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত