তোমরা যারা স্কুলে পড়ো তারা মাদক থেকে দূরে থাকবে: গেইল

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

সাহস ডেস্ক

‘এধরনের অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। মাদক একটি জীবন নষ্ট করে দেয়। তোমরা যারা স্কুলে পড়ো তারা এটা থেকে দূরে থাকবে। তবেই জীবনে সাফল্য পাবে’- বলেছেন ‘ক্যারিবীয় দানব’ ক্রিস গেইল।

৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে ধানমন্ডি শাখার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেডের আয়োজনে ‘মাদককে না বলুন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়েছে বিপিএিলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কোচ টম মুডি, ওপেনার ক্রিস গেইল ও দলের ইংলিশ রিক্রুট বেনি হাওয়েল। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গেইল একথা বলেন।

এসময় স্কুলের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন কোচ টম মুডি। তিনি বলেন, ‘মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা নিয়ে পুরো বিশ্ব আতঙ্কিত। ছোট বেলা থেকেই একটি সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা উচিৎ। খেলাধুলায় অংশ নেয়া উচিৎ। ক্রিকেট, ফুটবলের মতো খেলাধুলার চর্চা স্কুল জীবন থেকেই গড়ে তুলতে হবে। জীবনের লক্ষ্যটাকে অর্জনের জন্য চেষ্টা করতে হবে। মাদক থেকে মুক্তি মিলবে।

ক্রিস গেইলকে কাছ দেখতে পেরে এসময় স্কুলের ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত