মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে দলের সাড়ে চারশোর উপরে

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৪:২৫

সাহস ডেস্ক

দ্বিতীয় দিনের শুরুতে জীবন পেয়ে বাকিটা সময় প্রায় নিখুঁত ব্যাটিং করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে সাড়ে চারশোর বেশি রানে নিয়ে যেতে নিজে হাঁকিয়েছেন ক্যারিয়ারের তৃতীয় শতক।

আজ ১ ডিসেম্বর (শনিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে।

বাংলাদেশ: ৪৫৭/৮

শুরুতে বেশ ভুগেছেন মাহমুদউল্লাহ। একবার এলবিডব্লিউর শঙ্কায় পড়েন। প্রতিপক্ষ রিভিও নিয়েছিল। কিন্তু থার্ডআম্পায়ার সাড়া দেননি। তার আগে দিনের তৃতীয় ওভারে রোচের ভেতরে ঢোকা এক শর্ট বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। বল অল্পের জন্য মাটি ছুঁয়ে ফিল্ডারের হাতে ওঠে। থার্ড-আম্পায়ার পর্যন্ত সিদ্ধান্ত দিতে হিমশিম খেয়েছেন। টিভি মাইক্রোফোনে তাকে বলতে শোনা যায়, ‘আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি না, বল প্রথমে মাটি ছুঁয়েছে নাকি তার আগে হাতে গেছে।’ শেষ পর্যন্ত অবশ্য তিনি নটআউটই ঘোষণা করেন।

এরপর আর পেছনে ফিরে তাকাননি। সময়ের প্রয়োজন মিটিয়ে রানের চাকা সচল রেখে এগিয়ে যেতে থাকেন। শতকে পৌঁছান ২০৩ বলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত