সবার আগে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে বার্সা

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১১:২২

সাহস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সেলোনা।

৬ নভেম্বর (মঙ্গলবার) দিবাগতরাতে ইন্টার মিলানের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।

ইন্টারের বিপক্ষে মেসি খেলবেন কি না, সেটি নিয়ে জল্পনা-কল্পনা ছিল। কোচ তাকে দলে রাখার ঘোষণাও দেন। কিন্তু শতভাগ সুস্থ না হওয়ায় খেলতে পারেননি তিনি। এই মহাতারকা না খেললেও খুব একটা বিপদে পড়েনি দুর্দান্ত গতিতে ছুটতে থাকা বার্সা।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় কাতালানরা। ৮৩ মিনিটে গোল করেন ম্যালকম। ডান দিক থেকে তাকে বল দেন ফিলিপে কৌতিনহো। ডি-বক্সে ঢুকে ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে নেন তিনি।

এরপর ৪ মিনিট বাদে ম্যাচে ফিরে আসে ইন্টার মিলান। ৮৭ মিনিটে বিদ্যুৎগতির শটে ঠিকানায় বল পাঠান মাউরো ইকার্দি। পরে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ড্র’তে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।

সাহস২৪.কম/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত