আসছে ‘ইউরোপিয়ান সুপার লিগ’

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৫১

সাহস ডেস্ক

ফুটবল বিশ্বের গোপন তথ্যের বোম ফাটাতে ওস্তাদ ফুটবললিকসের তথ্য যদি সত্যি হয়, তাহলে আস্তে আস্তে নিজের শেষ দেখতে পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট। ইউরোপিয়ান ক্লাবগুলোর অংশগ্রহণে প্রতিবছর বসা জনপ্রিয় এ ফুটবল আসরকে টেক্কা দিতে ২০২১ নাগাদ আসছে ‘ইউরোপিয়ান সুপার লিগ’। যাতে অংশ নিতে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়বে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো!

ফুটবললিকসের বরাতে জার্মান সংবাদ মাধ্যম ডের স্পিগেল জানাচ্ছে, রিয়াল-বার্সাকেসহ ইউরোপের মোট ১১টি অভিজাত দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে খেলবে সুপার লিগে। ম্যানইউ, আর্সেনাল, চেলসি, ম্যানসিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, পিএসজি, এসি মিলানের মতো বড় দলগুলো থাকবে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে।

নতুন এ টুর্নামেন্টে অতিথি দল হিসেবে থাকছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, মার্শেই, ইন্টার মিলান ও রোমা। মোট ১৬ দলকে নিয়ে শুরু হবে ইউরোপিয়ান সুপার লিগ।

যদি এই ১৬টি দল নিজেদের নাম প্রত্যাহার করেই নেয়, তাতে নিশ্চিতভাবেই রঙ হারাবে চ্যাম্পিয়ন্স লিগ। বদলে যাবে ইউরোপিয়ান ফুটবলের ধরণও। বড় দলগুলো ছাড়া কোনো মূল্যই থাকবে না চ্যাম্পিয়ন্স লিগের।

দুই ধাপে খেলা হবে সুপার লিগে। প্রথম ধাপে হবে গ্রুপপর্ব। পরের ধাপে নকআউট। ছোট দলগুলোকে তুলে আনতে হবে ইউরোপা লিগের মতো প্রতিযোগিতাও।

নতুন ধরনের টুর্নামেন্টের খবর শিরোনাম হওয়ার পর অন্য বড় ক্লাবগুলো সুপার লিগ নিয়ে নিশ্চুপ থাকলেও মুখ খুলেছে বায়ার্ন। বিবৃতিতে জার্মান লিগ জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুপার লিগ নিয়ে কোনো ধারণাই নেই তাদের। কোনো প্রকার চুক্তিতেও আসেনি বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত