নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৮:৩১

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ১০ জন নিয়ে খেলেও স্বাগতিক নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আজ ২৯ অক্টোবর (সোমবার) নেপালের আনফা কমপ্লেক্সে নেপালকে ২-১ গোলে হারিয়েছে মেহেদী-উচ্ছ্বাসদের দল।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসানের ফ্রি-কিক থেকে ইবনে আহাদ শাকিলের হেড চলে যায় স্বাগতিকদের জালে।

২৮ মিনিটে রাজন হাওলাদের শট ক্রসবারে বাধা পেলে দ্বিতীয় গোলের দেখা পায়নি বাংলাদেশ। ৬ মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে শুধু পেনাল্টিই দেননি, লালকার্ডও দেখেছেন গোলকিপার মিতুল মার্মা। পেনাল্টি থেকে সমতা নিয়ে এসেছেন জান লিম্বু।

তবে ১০ জনে পরিণত হলেও বাংলাদেশ হতোদ্যম হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে রাজনের প্লেসিং শট আবার এগিয়ে দিয়েছে লাল-সবুজ দলকে। ২-১ অগ্রগামিতা ধরে রেখে গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত করেছে বাংলাদেশের ছেলেরা।

আগামী ০১ নভেম্বর (বৃহস্পতিবার) হবে দুটি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, খেলা হবে সকাল ১০.৩০ মিনিটে। এবং দ্বিতীয় সেমিফাইনলে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত