কিপিং নিয়ে আমি বেশ চিন্তিত: মুশফিক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৮, ১৭:২০

‘আশা করি, কাল-পরশুর মধ্যে ব্যাটিং অনুশীলন শুরু করতে পারবো। সার্জারি বা ওই ধরনের কিছুর প্রয়োজন নেই। আস্তে আস্তে ব্যথাটা কমে যাচ্ছে’- জানিয়েছেন অন্যতম সেরা ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পাঁজরে ব্যথা নিয়ে এশিয়া কাপে খেলেছেন এই লিটল মাস্টার। ব্যথা আগের চেয়ে অনেক কম, তাই চিকিৎসকের পরামর্শে জিম আর রানিং করছেন তিনি। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান শুধু নন, মুশফিক দেশসেরা উইকেটরক্ষকও।

০৮ অক্টোবর (সোমবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে মুশফিক জানিয়েছেন, ‘কিপিং নিয়ে আমি বেশ চিন্তিত। কিপিংয়ের সময় ডাইভ দিলে সমস্যা হতে পারে। ব্যাটিংয়ে আল্লাহর রহমতে কোনও সমস্যা হবে না। বাংলাদেশের পক্ষে খেলার সুযোগ সবার হয় না। সামনে আমাদের অনেক খেলা। ব্যথাটা পুরোপুরি চলে গেলে অবশ্যই জিম্বাবুয়ে সিরিজে খেলবো।’

এশিয়া কাপের ফাইনালে খুব ভালো খেলেও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। দুঃখটা এখনও তাড়া করে ফিরছে মুশফিককে, ‘টুর্নামেন্টে আমাদের সব কিছু খুব ভালো যাচ্ছিল। খুব চেয়েছিলাম কাপটা নিয়ে আসতে। এত কাছে গিয়েও হেরে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছি।’

বাংলাদেশ শিরোপা জিততে ব্যর্থ হলেও দুবাই-আবুধাবিতে মুশফিক সফল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পর তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে ৩০২ রান করলেও ফাইনালে ভালো খেলতে পারেননি মুশফিক, অযথা তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ৫ রান করে। বাংলাদেশও বিনা উইকেটে ১২০ রান থেকে অলআউট হয়ে গেছে ২২২ রানে।

ফাইনালে হারের জন্য সতীর্থদের পাশাপাশি নিজেরও সমালোচনা করছেন মুশফিক, ‘ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য আমরা শিরোপা জিততে পারিনি। লিটন আর মিরাজ যে প্ল্যাটফর্ম দিয়েছিল সেখান থেকে আমার ইনিংস ক্যারি করা উচিত ছিল। আমি ভালো টাচে ছিলাম, ফিফটি প্লাস রান করতে পারলে আমাদের ২৬০ প্লাস রান আসতো। তাই খুব কষ্ট লাগছে। তবে এসব ভুল থেকে শিখেই আমাদের এগিয়ে যেতে হবে। এ ধরনের ভুল আর করা যাবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত