মেসির বিরুদ্ধে ফাউন্ডেশনের আর্থিক অনিয়মের অভিযোগ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:৪৭

সাহস ডেস্ক

মেসির ফাউন্ডেশনের আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার যথেষ্ট প্রমাণ আছে বলে রায় দিয়েছে স্পেনের একটি আদালত।

স্প্যানিশ পত্রিকা এবিসিতে মেসির প্রতিষ্ঠানের বিরুদ্ধে তিনটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠে আসে। পরে মেসি ওই সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। মেসি দাবি করেন, ওই প্রতিবেদনের কারণে তার দুই লাখ ২৭ হাজার ইউরো ক্ষতি হয়েছে।

২০১৭ সালের জুনে মেসি মামলা করেন। অভিযুক্তদের তালিকায় ছিলেন এবিসি পত্রিকার পরিচালক বিয়েতো রুবিদো এবং সম্পাদক জাভিয়ের চিচোতি।

মামলায় মেসি হেরে গেছেন। আদালত জানিয়েছে, ‘মামলার খরচ সব মেসিকে বহন করতে হবে।’

এবিসি পত্রিকা জানিয়েছে, তাদের প্রকাশিত তথ্য সম্পূর্ণ সত্য বলে আদালত রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে ‘যথাযথ এবং বাস্তবিক’ সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশের আগে মেসির ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হয়নি।

এবিসির প্রতিবেদনে দাবি করা হয়, সামাজিক কাজে যে পরিমাণ অর্থ ব্যয় করার কথা সেটি করা হচ্ছে না। এছাড়া ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত অর্থ লেনদেনে কোনো স্বচ্ছতা ছিল না।

২০১৬ সালে কর ফাঁকি দেয়ার মামলায় অভিযুক্ত হওয়া মেসি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত