বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন শেরপুর

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৫

সাহস ডেস্ক

অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শিরোপা জয়ের লড়াইয়ে জামালপুর জেলাকে হারিয়ে ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা।

২৬ সেপ্টেম্বর (বুধবার) রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনালে জামালপুর জেলাকে ২-০ গোলে হারিয়েছে শেরপুর জেলা দল।

এদিকে গতকাল থেকে শুরু হয়েছে খুলনা ও রংপুর বিভাগের খেলা। খুলনা জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগের খেলার উদ্বোধন করেন লোকমান মিয়া, বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা জেলাকে ১-০ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলা।

অন্যদিকে রংপুর জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর বিভাগের খেলা উদ্বোধন করেন মোহাম্মদ জয়নুল বারী, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ। 

উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে রংপুর জেলা ৫-০ গোলে হারিয়েছে লালমনিরহাট জেলাকে। আর গাইবান্ধা জেলাকে ৫-১ গোলে হারায় নীলফামারী জেলা। ঠাকুরগাঁও জেলার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে দিনাজপুর জেলা এবং একই ব্যবধানে (৩-১ গোল) পঞ্চগড় জেলাকে হারিয়েছে কুড়িগ্রাম জেলা।

ঢাকা বিভাগে গতকাল চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মাদারীপুর জেলাকে ২-০ হারিয়েছে কিশোরগঞ্জ জেলা ও গোপালগঞ্জ জেলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে মুন্সিগঞ্জ জেলা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আউটার মাঠে (পল্টন ময়দান) রাজবাড়ী জেলাকে ১-০ গোলে হারিয়েছে শরীয়তপুর জেলা এবং মানিকগঞ্জ জেলা ও নরসিংদী জেলার ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুট আউটে ১১-১০ গোলে ম্যাচ জিতে নেয় মানিকগঞ্জ জেলা।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত