টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৭

সাহস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের সবশেষ ম্যাচ বাংলাদেশ-পাকিস্তান। যারা জিতবে ভারতের বিপক্ষে তাদের ফাইনালে নামতে হবে। আবুধাবিতে সেমি ফাইনালের তকমা পাওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল গতবারের রানার্সআপ বাংলাদেশ। পরে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফির দলকে। সুপার ফোরে ভারতের বিপক্ষে পরাজয়ের পর টুর্নামেন্টে টিকে থাকাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টাইগারদের সামনে। আফগানদের সুপার ফোরের ম্যাচে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে মুশফিক-সাকিবরা। পাকিস্তানের বিপক্ষে আজ জিতলেই গতবারের মতো ফাইনালে ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজরা।

এদিকে, গ্রুপপর্বে অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে উড়িয়ে দিয়ে পাকিস্তানের মিশন শুরু হয়। তবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারতে হয় বড় ব্যবধানে। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নেয় সরফরাজ-শোয়েব মালিকরা। অন্য ম্যাচে ভারতের বিপক্ষে আরেকবার বড় ব্যবধানের পরাজয় মেনে নেয় পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে আজ জিতলে পাকিস্তান ফাইনালে আবারো ভারতের মুখোমুখি হবে। আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত/মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ এবং নাজমুল হোসেন অপু।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, আসিফ আলি, বাবর আজম, ফখর জামান, ইমাম উল হক, হাসান আলি/জুনাইদ খান, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, ফাহিম আশরাফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত