সিপিএলে মাহমুদউল্লাহদের আরেকটি জয়

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৮, ১৭:৪০

সাহস ডেস্ক

আগের ম্যাচে বল হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। সেন্ট লুসিয়ার বিপক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট। কিন্তু বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে তাকে বোলিং বা ব্যাটিংয়ে ভূমিকাই রাখতে হল না! সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়ট এরপরও দারুণ এক জয় পেয়েছে।

বার্বাডোজের দেয়া ১৪৭ রানের লক্ষ্য ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে সেন্ট কিটস। ৫ ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। ছয় পয়েন্টে আছে টেবিলের শীর্ষেই।

প্রথমে ব্যাট করে জেসন হোল্ডারের ৩৫ বলে ৫৪ রানে ভর করে ১৪৭ রানের সংগ্রহ গড়ে বার্বাডোজ। কিউই বোলার অ্যান্টন ডেভচিচ ও বেন কাটিংয় নিয়েছেন ২টি করে উইকেট।

জবাবে ম্যাচ সেরা মোহাম্মদ ইরফানের বোলিং তোপে তিন ওভারের মধ্যেই দুই ওপেনার গেইল ও এভিন লুইসকে হারায় সেন্ট কিটস। সেই ধাক্কা কাটিয়ে হাল ধরেন ব্র্যান্ডন কিং ও ডেভন থমাস। দুজনে ৮৮ রানের জুটি গড়ে দলকে নিয়ে নিয়ে যান জয়ের প্রান্তে। ৪৯ বলে ব্র্যান্ডন কিং করেছেন ৬০ রান। শেষদিকে বেন কাটিংয়ের ২১ বলে ২৯ রানের ইনিংসে ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি মাহমুদউল্লাহর।

২৮ আগস্ট পরের ম্যাচে গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহদের সেন্ট কিটস।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত