বর্ষসেরা ক্লাব ফুটবলার নির্বাচিত হয়েছেন টোনি ক্রোস

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১৭:৫১

সাহস ডেস্ক

ক্লাব ফুটবলে গত মৌসুমটা সাফল্যে কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টোনি ক্রোস। স্প্যানিশ জায়ান্টদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়তো ছিলই। সাফল্যের খাতায় যুক্ত ছিল উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এমন অর্জনের পর জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জার্মান মিডফিল্ডার।

রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরেও জার্মানির ক্রীড়া লেখকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। ৪৭৫ ভোটের মাঝে ক্রোস পেয়েছেন ১৮৫ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন ফ্রেইবার্গের নিলস পিটারসেন। শালকের ডিফেন্ডার নালদো হয়েছেন তৃতীয়।

বর্ষসেরা ফুটবলার হয়ে গর্বিত ক্রোস জানান, ‘এটা অবশ্যই এবং সব সময়ই বর্ষসেরা ফুটবলার হওয়া গর্বের। এটা এমনই এক পুরস্কার যা পাওয়াটা সহজ নয়। এমনটি সবার ভাগ্যেও জোটে না।’

ভোটে বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হেইনকেস। সেরা হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেছেন, ‘সংবাদিকদের ভোটে আমি বর্ষসেরা কোচ নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত।’একই সঙ্গে যাদের ভোট পাননি তাদেরকেও দিয়ে রাখলেন ভিন্ন এক বার্তা, ‘আমার বড় শ্রদ্ধা তাদেরকে যারা আমাকে ভোট দেয়নি। কারণ আমার চেয়েও এখানে ভালো ও তরুণ কোচরা ছিলো। যারা এমন সম্মানের উপযোগী ছিল।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত