গেমপ্ল্যান সাজানোটা সহজ ছিল: লিটন

প্রকাশ : ০৬ আগস্ট ২০১৮, ১৫:৫৯

সাহস ডেস্ক

গ্যালারি ভরপুর লাল-সবুজের সমাবেশে। যেন দ্বিতীয় মিরপুর। মাঠের উইকেটটাও দেশের মতো। সব মিলিয়ে এই পরিবেশটা তৃতীয় টি-টোয়েন্টির সেরা খেলোয়াড় লিটন দাসের কাছে নিজেদের মনে হয়েছে। ম্যাচ শেষে লিটন বললেন, ‘এ কারণেই গেমপ্ল্যান সাজানোটা সহজ ছিল।’

লিটন ওপেনে নেমে তামিমের সঙ্গে দারুণ শুরু করেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত থামেন ৩২ বলে ৬১ রান করে।

‘বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এটা দারুণ জয়। পিচ ঠিকঠাক ছিল, একদম আমাদের দেশের মতো,’ লিটন বলেন, ‘তাই সহজে পরিকল্পনা করতে পেরেছি।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে। লিটনের সঙ্গে তামিম (২১) ৬১ রানের জুটি গড়েন। মিডল অর্ডারে সাকিব আল হাসান খেলেন ২২ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস। শেষদিকে ২০ বলে ৩২ করে দলীয় স্কোরটা বড় করতে সাহায্য করেন রিয়াদ।

এরপর বল হাতে মোস্তাফিজ, রুবেলরা বাকি কাজটুকু সারেন। দ্বিতীয় দফায় যখন বৃষ্টি নামে তখন ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ১৩৫। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত