আবু হায়দারকে জরিমানা করল আইসিসি

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৪৪

সাহস ডেস্ক

সতর্ক করে দেওয়ার পরেও সংযত হননি। তাই আচরণবিধি ভঙ্গ হওয়ায় পেসার আবু হায়দার রনির ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এ অঘটন। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৭২ রানের লক্ষ্য তাড়া করছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৪তম ওভারে রোভম্যান পাওয়েল ছক্কা মারলে অশালীন আচরণ করেন আবু হায়দার। আগের বার সতর্ক করে দেওয়ার পরেও একই কাণ্ডের পুনরাবৃত্তি করেন। তাতে তার বিরুদ্ধে ১ মাত্রা ভঙ্গের অভিযোগ আনা হয়। ম্যাচ ফি কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট জুটেছে তার আচরণবিধিতে।

আবু হায়দার রনিও অভিযোগ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা শাস্তিও মেনে নিয়েছেন।  

সাধারণ এক মাত্রার অভিযোগে সর্বনিম্ন শাস্তি হলো তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ এবং একটি অথবা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়ে থাকে।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত